বাল্যবিয়ে নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

শিশু অধিকার সপ্তাহের কর্মসুচির অংশ হিসেবে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে নিরোধ দিবসে মানববন্ধন ও শিশু সমাবেশ হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের মুজিব চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের নানান শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি মানবন্ধন চলাকারে অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ ভূইয়া, জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান  এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, আফসানা বেগম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিত সমাবেশে শিশুদের অধিকার সংরক্ষণে অভিভাবকসহ সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
পরে শিশু কন্যা দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু কন্যাদের জন্য দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2ILyC4L

October 09, 2018 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top