কলকাতা, ১৪ অক্টোবর- দেশে রুখতে হবে গেরুয়া উত্থান। যার জন্য বিজেপি বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাদের জোটবদ্ধ হওয়ার আবেদন করেছেন তৃণমূল নেত্রী মমতা। আগামী জনুয়ারি মাসে ব্রিগ্রেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের সভায় দেশ্র সকল অবিজেপি দলকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মমতার পরিকল্পনায় রয়েছে বামেরাও। কেরলের শাসক দলের নেতাদের আমন্ত্রণ হবে বলে জানিয়েছে তৃণমূল। দক্ষিণের রাজ্য কেরলের শাসনভার রয়েছে সিপিএম-র দখলে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের বামেদের অবস্থান কী হবে সেটা ছিল বড় প্রশ্ন। শনিবার এই বিষয়ে মুখ খুলেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। স্পষ্ট করে কিছু বলেননি। তবে সিপিএম কেন্দ্রীয় কমিটির নেতার বক্তব্য ঘিরে জন্ম নিয়েছে জল্পনা। শনিবার কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন ইয়াচুরি। যেখানে তিনি নানাবিধ বিষয় নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করাটাই যে বামেদের মূল লক্ষ্য তা এদিন স্পষ্ট করে দিয়েছেন সীতারাম। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে সংসদে বাম সদস্য বাড়ানোটাও তাঁদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য অবিজেপি দলের সঙ্গে জোট করতেও রাজি বাম নেতৃত্ব। যেভাবেই হোক রুখতেই হবে পদ্মের আগ্রাসন। হারাতে হবে বিজেপি এবং শরিক প্রার্থীদের। এই সংকল্প নিয়েই সিপিএম চলবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সীতারাম। খুব স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনে সিপিএম-র স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন ওঠে সাংবাদিক সম্মেলনে। এই বিষয়ে ইয়েচুরি বলেছেন, বিজেপি হারাতে হবে। এটাই স্ট্র্যাটেজি। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পাঁচ রাজ্যের লোকসভা নির্বাচনের পর। এই পরিপ্রেক্ষিতে উঠে আসে তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ। জানুয়ারিতে ব্রিগেডে তৃণমূলের সভায় কি হাজির থাকবে সিপিএম নেতৃত্ব? এই পশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আমন্ত্রণ আসেনি। গত মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরিকে একমঞ্চে দেখা গিয়েছিল৷ বেঙ্গালুরুতে কংগ্রেস ও জেডিএসের সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁরা হাজির হয়েছিলেন৷ প্রকাশ্যে তাঁদের কুশল বিনিময় করতে দেখা গিয়েছিল৷ এর পর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকও করেন৷ আর তার পর থেকে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়ে যায়৷ প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এ রাজ্যে বিজেপিকে ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিপিএমের হাত ধরবেন? সেই প্রশ্নের উত্তরে অবশ্য সিপিএমের তরফ থেকে না এসেছে৷ সীতারাম ইয়েচুরি এদিন জানিয়েছেন, এ রাজ্যে তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনও সম্ভাবনা নেই৷ তবে জাতীয় স্তরে বিজেপি ঠেকাতে তাঁদের মমতার সঙ্গে একমঞ্চে আসতে কোনও আপত্তি নেই৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২৫/১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Pyrpb0
October 15, 2018 at 12:23AM
14 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top