দাম কমল রান্নার গ্যাসের

নয়াদিল্লি, ৩০ নভেম্বরঃ সিলিন্ডার প্রতি ৬.‌৫২ টাকা দাম কমল রান্নার গ্যাসের। শুক্রবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে এই দাম। ইন্ডিয়ার অয়েল কর্পোরেশন (আইওসি) বিবৃতি দিয়ে জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে ভর্তুকিযুক্ত ১৪.‌২ কেজির এলপিজি সিলিন্ডার ৫০৭.‌৪২ টাকার বদলে হবে ৫০০.‌৯০ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম, সিলিন্ডার প্রতি ১৩৩ টাকা করে কমেছে। ফলে একটি ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হচ্ছে ৮০৯.‌৫০ টাকা।

চলতি মাসের এক তারিখ ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু ২.৯৪ টাকা বেড়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার ফলেই এলপিজি-র দাম কমল। সব এলপিজি গ্রাহককেই বাজারদরে জ্বালানি কিনতে হবে। প্রতি পরিবার পিছু বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় সরকার। ডিসেম্বর থেকেই ভর্তুকিযুক্ত সিলিন্ডারের গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সিলিন্ডার প্রতি ৩০৮.‌৬০ টাকা করে পাবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KNDGqw

November 30, 2018 at 07:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top