ঢাকা, ৩০ নভেম্বর- তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনাই ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান কাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই কমিটিতে প্রায় দুই যুগ হলো কর্তব্যরত আছেন শহিদুল ইসলাম। লম্বা সময় ধরে ক্রিকেটার তৈরিতে নিয়োজিত শহিদুল ইসলামের স্বপ্ন তার ছেলে যেনো ক্রিকেটার হয়ে ওঠে। বাবার সেই লালিত স্বপ্ন পূরণের পথে সাদমান ইসলাম অনিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে শুক্রবার অভিষেক হয় সাদমানের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলার মধ্যদিয়ে, দেশের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে ছাড়িয়ে যান সাদমান। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ৭১ রান করেন সুমন। ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে হাবিবুল বাশারকে ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে সাদমান বলেন, আসলে ওনাদের মতো তারকাদের সঙ্গে তুলনায় যাওয়া ঠিক হবে না। ওনাদের পারফরম্যান্সের কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থায় এসেছে, চেষ্টা করব তামিম ভাইদের মতো লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিতে। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবা শহিদুল ইসলামের ভূমিকা নিয়ে সাদমান বলেন, বাবার ভূমিকা অবশ্যই আছে। আব্বু সব সময় ক্রিকেটে সহযোগীতা করেছে। আমি সব সময় বাবার হাত ধরে ক্যাম্পে যেতাম। যখন ছোট ছিলাম তখন বাবা আমাকে ক্যাম্পে নিয়ে যেত। তখন থেকেই আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার। সাদমানের বাবা শহীদুল ইসলাম বলেন, ১৯৯৯ সাল থেকে আমি ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত আছি। আমার স্বপ্ন ছিল ছেলেকে ক্রিকেটার হিসেবে তৈরি করার। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আমাদের অনেক ঘাটতি আছে। টেস্ট ক্রিকেই হলো সবচেয়ে মর্যাদার ফরম্যাট। আমি আমার ছেলেকে সব সময় বুঝিয়েছি টেস্ট ক্রিকেটার হিসেবে নিজেকে তৈরি করতে। তিনি আরও বলেন, দেশের ক্রিকেটে অনেক দিন ধরেই ওপেনিংয়ে সমস্যা আছে। তামিম ইকবাল ছাড়া তেমন কেউ সুবিধা করতে পারছে না। আমি আমার ছেলেকে ক্রিকেটের সেই সমস্যা কাটিয়ে তোলার জন্য প্রস্তুত হতে বলেছি। তাকে বলেছি, নিজের উইকেটের গুরুত্ব বুঝবে এবং সাকিব-তামিম-মুশফিকদের মতো লম্বা সময় ধরে খেলার জন্য নিজেকে প্রস্তুত করবে। প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাদমান বলেন, যেভাবে আব্বু খেলার জন্য বলছেন, আমি একাডেমি কিংবা স্কুল ক্রিকেট থেকে ওভাবেই তৈরি হয়েছি। খেলার জন্য বাবা আমাকে অনেক সাপোর্ট করেছেন। ক্রিকেটারদের কিভাবে খেলতে হয়, কিভাবে লাইফ সেট করতে হয় বাবা এখনও আমাকে সেসব বিষয়ে বলেন। চেষ্টা করি বাবার পরামর্শ অনুসারে নিজেকে তৈরি করতে। ঢাকা টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু ২৩ বয়সী ওপেনার সাদমান ইসলামের। অভিষেক টেস্টের অনুভূতি নিয়ে সাদমান বলেন, অভিষেক টেস্টের অবশ্যই ভালো লাগছে। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমার অভিষেক টেস্টে চেষ্টা করেছি দলের জন্য সেরাটা দেয়ার। হয়তো আমি ফুলফিল করতে পারিনি। যতটুকু হয়েছে, আশা করি পরবর্তীতে আরও ভালো করতে পারব। সূত্র: যুগান্তর এমএ/ ০৮:২২/ ৩০ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2reJdgB
December 01, 2018 at 02:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন