বগুড়া, ১৩ নভেম্বর- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম। তার প্রকৃত নাম আশরাফুল আলম সাঈদ। সোমবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার ঝড় বইতে দেখা যায়। কেউ কেউ বলেন, জাতীয় সংসদের মান বলতে আর কিছুই রইল না। আবার কেউ বলেছেন, এমন দিনও দেখতে হচ্ছে এখন। হিরো আলম সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে। এদিকে হিরো আলমের মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এই সময়। প্রতিবেদনে বলা হয়, যার একটা ঘুষিতে ১০ জন সঙ্গে সঙ্গে ঘায়েল হতে পারে, যার দিকে তাকিয়ে সুন্দরীরা দীর্ঘশ্বাস ফেলেন, সেই বগুড়ার হিরো আলম এবার বাংলাদেশের নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার বিকেলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদেরের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে কেন্দ্রের মনোনয়ন নিয়েছেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাআল্লাহ এখানেও আমি আশাবাদী। আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই। আরএস/ ১৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OH81qT
November 14, 2018 at 02:19AM
13 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top