অ্যান্টিগুয়া, ২৩ নভেম্বর- ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিস্যাত করে দিল ইংল্যান্ড। নর্থ সাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মেয়েদের রীতিমত উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ৮ উইকেট আর ১৭ বল হাতে রেখে পাওয়া জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। একই ভেন্যুতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ৭১ রানের বড় জয়ে তারাও নাম লিখিয়েছে ফাইনালে। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা লড়াই হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বি ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে। ইংল্যান্ডের বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেননি। ইনিংসের ৩ বল বাকি থাকতেই তারা অলআউট হয়ে যায় ১১২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন স্মৃতি মান্দানা। ২৬ করেন জেমিমাহ রদ্রিগেজ। জবাব দিতে নেমে ২৪ রানের মধ্যে ২ উইকেট হারালেও এমি জোনস আর নাটালি স্কিভারের জোড়া হাফসেঞ্চুরিতে জয় তুল নিতে কষ্ট হয়নি ইংল্যান্ডের। জোনস ৪৭ বলে ৫৩ আর স্কিভার ৩৮ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন। তার আগে দিনের প্রথম সেমিতে ৫ উইকেটে ১৪২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। আলিসা হিলি করেন ৪৬ রান। ৩১ রান আসে অধিনায়ক ম্যাগ লেনিংয়ের ব্যাট থেকে। জবাবে অধিনায়ক স্টেফানি টেলর ছাড়া দুই অংকের ঘর ছুঁতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যান। টেলর করেন ১৬ রান। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/২৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2R61JTR
November 23, 2018 at 05:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন