চট্রগ্রাম, ২৩ নভেম্বর- বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেলে মূলত বৃহস্পতিবারই। গ্যাব্রিয়েল শ্যাননের আগুনঝরা এক স্পেলে লণ্ডভণ্ড হয়ে যায় টাইগারদের ব্যাটিং লাইন আপ। ফলে প্রথমদিন শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩১৫ রান। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান নাঈম হাসান ও তাইজুল ইসলাম কিছুটা আশা দেখাচ্ছিলেন। গতকাল শেষ বিকেলে ৫৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন তারা। কিন্তু বৃহস্পতিবার দলীয় স্কোরে ৯ রান যোগ করতেই বিচ্ছিন্ন হয়ে যায় এই জুটি। শুক্রবার সকালে অভিষিক্ত নাঈম হাসান ব্যক্তিগত ২৬ রানে জোমেল ওয়ারিকানের বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান। ওই ওভারেই মোস্তাফিজুর রহমানকে এলবিডাব্লুর শিকার করে বাংলাদেশের ইনিংস ৩২৪ রানে গুটিয়ে দেন ওয়ারিকান। এর আগে টেস্টের প্রথম দিনের দুইটি সেশন বাংলাদেশেরই ছিল। মুমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু দুপুরের চা বিরতির পর গ্যাব্রিয়েলের তাণ্ডবে মাত্র ১৩ রানের ব্যবধানে মূল্যবান ৪টি উইকেট হারায় বাংলাদেশ। গ্যাব্রিয়েল শুরু করেন মুমিনুলকে দিয়ে। ইনিংসের ৬০তম ওভারের তৃতীয় বলে দলীয় ২২২ রানে মুমিনুল (১২০) আউট হন। এরপর ওই ওভারের শেষ বলে ফিরে যান মুশফিকুর রীহম (৪)। এরপর একে একে আউট হন সাকিব আল হাসান (৩৪) ও মাহমুদউল্লাহ (৩)। সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশের ইনিংস শেষে বাংলাদেশ প্রথম ইনিংস : ৯২. ওভারে ৩২৪/১০ (ইমরুল ৪৪, সৌম্য ০, মুমিনুল ১২০, মিঠুন ২০, সাকিব ৩৪, মুশফিক ৪, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২২, নাঈম ২৬, তাইজুল ৩৯*, মোস্তাফিজ ০; রোচ ১/৬৩, গ্যাব্রিয়েল ৪/৭০, চেজ ০/৪২, ওয়ারিক্যান ৪/৬২, বিশু ১/৬০, ব্র্যাথওয়েট ০/১৯)। এমএ/ ১০:১১/ ২৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zpJbqI
November 23, 2018 at 04:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন