মুম্বাই, ২৩ নভেম্বর- ফিরোজ শা কোটলায় বল হাতে আগুন ঝড়ালেন শচীন পুত্র। কোচবিহার ট্রফির ম্যাচে ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। কিন্তু অর্জুন টেন্ডুলকারের আগুনে বোলিংয়ের সামনে মাথা তুলে দাঁড়াতে পারলেন না দিল্লির ব্যাটসম্যানরা। একাই পাঁচ উইকেট নিলেন শচীন পুত্র। বুধবার ম্যাচের তৃতীয় দিন দুর্দান্ত বল করলেন বাঁহাতি পেসার অর্জুন। আয়ুশ বাদোনির উইকেট তুলে দিল্লিকে প্রাথমিক ধাক্কা দেন অর্জুন। এরপরই বৈভব কান্ডপাল, গুলজার সিং সান্ধু, ঋত্বিক সোকেন ও কুমার ভাটির উইকেট তুলে নেন অর্জুন। একটা সময় তিন উইকেট হারিয়ে দিল্লির স্কোর ছিল ২৭৪। তারপরই অর্জুনের দাপটে ৩০০ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। বুধবার অবশ্য শচীন টেন্ডুলকার ছেলের খেলা দেখতে আসবেন বলে খবর ছিল। তবে তিনি মাঠে আসেননি। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলতে গিয়েছিলেন অর্জুন। সেখানে দুটো ম্যাচে তিন উইকেট পান শচীন পুত্র। মুম্বাই ক্রিকেটে কান পাতলে শোনা যাচ্ছে অর্জুন টেন্ডুলকারকে সিনিয়র রনজি দলে খেলানোর ব্যাপারে নির্বাচকরা ভাবনাচিন্তা শুরু করেছেন। বুধবার অর্জুন ৯৮ রানে ৫ উইকেট নিয়ে দাবি আরও জোরালো করলেন। আর/০৮:১৪/২৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OYnfrz
November 23, 2018 at 03:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন