দিল্লির হোটেল থেকে উদ্ধার প্রবাসী ভারতীয় ব্যবসায়ীর দেহ

নয়াদিল্লি, ১০ নভেম্বরঃ রহস্যজনকভাবে মৃত্যু হল এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ীর। পুলিশ জানিয়েছে, দিল্লির তাজ মানসিং হোটেলের টেরেস থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম নরেন্দর এ মঙ্গলম(৪৮)।

আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ওই প্রবাসী ভারতীয় মদ্যপানের পর টেরেসের বাগানে ঘুরছিলেন। সেই সময় তিনি কোনওভাবে নীচে পড়ে যান। ৭ নভেম্বর রাত আড়াইটে নাগাদ তাজ মানসিং হোটেলে এসেছিলেন নরেন্দর। ৮ নভেম্বর হোটেল থেকে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু, ৭ নভেম্বর বেলা ১১ টা ৪৫ মিনিট নাগাদ তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
জানা গিয়েছে, যে টেরেস থেকে নরেন্দর পড়ে যান, সেটি লবির থেকে দু’তলা উঁচু। তার চারপাশে কোনো পাঁচিল বা গ্রিল ছিল না। মৃতের ঘর থেকে মদের বোতলও উদ্ধার করেছে পুলিশ।

নরেন্দরের মৃত্যুর খবর পেয়ে বেঙ্গালুরু থেকে দিল্লি পৌঁছেছেন তাঁর মা। আজ আমেরিকা থেকে তাঁর পরিবারেরও আসার কথা।
গোটা ঘটনাটিতে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে তাজ মানসিং হোটেলের দায়িত্বে থাকা ইন্ডিয়ান হোটেল কম্পানি। তাতে লেখা, দুর্ভাগ্যবশত একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা মৃতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ozd4K9

November 10, 2018 at 01:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top