ঢাকা, ১০ নভেম্বর-একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। রোববার (১১ নভেম্বর) তারা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে উল্লেখ করে দেশের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করেছে। সূত্রে জানা গেছে, তারা কোন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তাৎক্ষণিকভাবে সেই বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও সূত্রটি জানিয়েছে, মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। কিছুদিন আগে থেকেই মাশরাফি ও সাকিবের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। আওয়ামী লীগের একাধিক নেতা বিষয়টি সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন। তাদের দুজনেরই যেহেতু ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণের কথা রয়েছে তাই নির্বাচনে অংশ নিলে কোনো সমস্যা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে চলতি বছরের মে মাসে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, খেললে সমস্যা কী? আমিও নির্বাচন করি, আবার ক্রিকেটের সঙ্গে আছি। এদিকে একটি গণমাধ্যম প্রকাশ করেছে, শুক্রবার রাতে মাশরাফি নড়াইল-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কেনার বিষয়টি নিয়ে তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ শনিবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করবেন তিনি। নড়াইল থেকে কয়েকজন মাশরাফির কাছের মানুষ ঢাকায় যাচ্ছেন। তারাও মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত থাকবেন। অপরদিকে নতুন ভোটাররা তাদের ভালোবাসার মাশরাফিকে প্রথম ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে মাশরাফির বন্দনা। নতুন ভোটার অনিকা ইসলাম লিখেছেন, মাশরাফির ভক্ত আমি। তিনি নির্বাচন করবে তা আগে ভাবতে পারিনি। আর এখন মনে হচ্ছে প্রথম ভোটটি তাকে দিতে পারব, এর আনন্দই আলাদা। মাসুদুর রহমান নামে একজন ফেসবুকে লিখেছেন, যে যাই বলুক ভাই, আমরা মাশরাফিকেই চাই। মাশরাফি ছাড়া কোনো বিকল্প নেই। মনিরুল হোসাইন নামে একজন লিখেছেন, নড়াইলবাসীর জন্য কৌশিক (মাশরাফির ডাক নাম) আশীর্বাদ স্বরূপ, আমাদের আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য কৌশিকের বিকল্প নেই। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভা, সদর উপজেলার ৮টি ইউনিয়ন, লোহাগড়া পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৮৭ ও নারী ভোটার রয়েছে এক লাখ ৬০ হাজার ৬২৪ জন। উল্লেখ্য, ঘোষিত এই তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর হবে ভোট গ্রহণ, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর পর্যন্ত, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সূত্র: বিডি২৪লাইভ এইচ/১৩:৩০/ ১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FcNTxx
November 10, 2018 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top