মুম্বাই, ১১ নভেম্বর- বিতর্কের রেশ কাটেনি এখনো! কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো ভাবগম্ভীর অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে কেন দেখানো হবে জিরো-র মতো বাণিজ্যিক ছবির ট্রেলার! কিন্তু উৎসবের উদ্বোধন সেরে যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান আর পরিচালক আনন্দ এল রাই, দেখা গেল নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি! ক্যাটরিনা কাইফ আর অানুশকা শর্মার মধ্যে কাকে বেশি পছন্দ করেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এভাবে বলাটা কঠিন! দুজনকেই দেখেছি ছোট থেকে ইন্ডাস্ট্রিতে লড়ে বড় হতে! তবে আমার মনটা বড়, ক্যাটরিনা-অানুশকা দুজনেরই জায়গা হবে, উত্তরে রাই সে যতই অপ্রস্তুত বোধ করুন না কেন! পাশাপাশি, ট্রেলার দেখানো বিতর্ককেও সযত্নে এক পাশে ঠেলে দিয়েছেন নায়ক! একসঙ্গে এত জন মানুষের সামনে ট্রেলার মুক্তির অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম! আমি আপ্লুত, এটুকু বলেই ক্ষান্ত দিয়েছেন শাহরুখ! কিন্তু বিতর্ক কি তাতে এতটুকুও কমছে? তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১১ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JVbi5i
November 12, 2018 at 03:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top