ঢাকা, ১১ নভেম্বর- মিরপুরে সিরিজের শেষ টেস্টের প্রথম সেশনেই কিলারের ভুমিকায় অবতীর্ণ হন জিম্বাবুইয়ান পেসার কাইল জারভিস। দলীয় ২৬ রানে বাংলাদেশের চলে যাওয়া ৩ উইকেটের মধ্যে তারই ছিল দুটি (ইমরুল ০, লিটন ৯)। ডানহাতি এই পেসারের শেষ সেশনেও তুলে নেন একটি উইকেট (তাইজুল ইসলাম ৪)। কিন্তু দিন শেষে তার একটি আফসোস থেকেই গেছে। মুশফিকুর রহিম-মুমিনুল হক তারই নাকের ডগার ওপরে দৃঢ় ব্যাটে তুলে নেন সেঞ্চুরি। ৪র্থ উইকেটে গড়েন দেশের সর্বোচ্চ ২৬৬ রানের জুটি। যা মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামেরও এ যাবতকালের বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। কাজেই তাদের উচ্ছ্বসিত প্রশংসা না করে পারলেন না সেই জারভিসও। রোববার (১১ নভেম্বর) প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, আমার মনে হয় সকালে উইকেটে আর্দ্রতা ছিলো। সিমারদের জন্য উইকেট তুলে নেয়া কাজটি বেশ সহজ ছিলো। কিন্তু মুমিনুল, মুশফিককে ক্রেডিট দিতেই হয়। কারণ তারা কঠিন সময়েও অসাধারণ ব্যাটিং করেছে। অবশ্যই কৃতিত্বটি তাদের। তা না হলে ওই সময় খুব সহজেই ওরা ৫ থেকে ৬টি উইকেট হারাতে পারতো। ২৬ রানে মাহমুদউল্লাহদের ৩ উইকেট ফেলে দিয়ে প্রথম সেশনটি নিজেদের করে নিলেও দিনের বাকি সময় স্বাগতিকরা নিজেদের মতোই খেলেছে উল্লেখ করে জারভিস বলেন, ছোট সেশনটি আমাদের জন্য পর্যাপ্ত ছিলো না। আমরা প্রথম সেশনে জিতেছি কিন্তু দিনের সিংহভাগই ওদের দখলে ছিলো। তবে সম্ভবত প্রথম ও একেবারে শেষ মুহুর্তটি ছিলো আমাদের দখলে। এমএ/ ০৯:১১/ ১১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JVOLoS
November 12, 2018 at 03:16AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন