ঢাকা, ১১ নভেম্বর- জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। মুমিনুল হকের ১৬১ রান ও মুশফিকের অপরাজিত ১১১ রানে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে বাংলাদেশ দল। দিনের শেষ সময়ে মুমিনুলের ফেরার পর নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম টিকে থাকতে পারেননি। অপরাজিত থেকে দিন শেষ করতে না পারার আক্ষেপে পুড়ছেন মুমিনুল। একই সঙ্গে তাইজুলের ফিরে যাওয়ায় বাড়তি আফসোস হচ্ছে মুমিনুলের। ম্যাচ শেষে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটু আফসোস আছে। আমার জন্য একটা উইকেট বেশি পড়েছে। আমি তো আউট হয়েছি, সাথে আরেকটি উইকেট পড়েছে। তিনি আরও বলেন, দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভালো হত। এইটুক আফসোস আছে, আর কোন আফসোস নেই। এটাই আমাকে একটু পোড়াচ্ছে, খারাপ লাগছে। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AYOpev
November 12, 2018 at 03:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন