ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি, ৯ নভেম্বরঃ ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এবার সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২ টাকারও বেশি বেড়েছে। ডিলারদের কমিশন বৃদ্ধির ফলে রান্নার গ্যাসের দাম বাড়তে চলেছে। এর ফলে দিল্লিতে ১৪.২ কেজি ওজনের ভর্তুর্কিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ৫০৭ টাকা ৪২ পয়সা।
দীর্ঘদিন থেকে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এলপিজি গ্যাস ডিলাররা। তাদের দাবি মেনে সম্প্রতি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ডিলারদের কমিশন বৃদ্ধি করে। অন্তবর্তী পদক্ষেপ হিসেবে ১৪.২ কিলোর রান্নার গ্যাসের সিলিন্ডারে ডিস্ট্রিবিউটারস কমিশন ৪৮.৮৯ টাকা থেকে বাড়িয়ে ৫০.৫৮ টাকা করা হয়েছে। ৫ কেজির সিলিন্ডারে ২৪.২০ টাকার পরিবর্তে এবার থেকে ২৫.২৯ টাকা করে কমিশন পাবেন ডিস্ট্রিবিউটররা।
১ নভেম্বর করের কারণে শেষবার এলপিজির দাম সিলিন্ডার পিছু ২.৯৪ টাকা করে বাড়িয়েছিল রাষ্ট্রয়ত্ত তেল কোম্পানিগুলি।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ST0NUd

November 09, 2018 at 07:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top