নাম বদলের তালিকায় নাম লেখাল মুজাফফরনগরও

মুজাফফরনগর, ৯ নভেম্বরঃ নাম বদলের তালিকায় এবার উত্তরপ্রদেশের আরও এক শহরের নাম জুড়ল। উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম প্রস্তাব দিলেন মুজাফফরনগরের নাম পরিবর্তনের। তিনি বলেন, মুজাফফরনগরের নাম পরিবর্তন করে এর নাম হওয়া উচিত লক্ষ্মীনগর।
এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সোম বলেন, ‘মুজফফরনগর নাম রেখেছিলেন মুঘল সম্রাট মুজফফর আলি। বহু যুগ ধরেই এই নামই রয়েছে। মানুষ এবার নাম পরিবর্তনের দাবি করছেন। এই নাম পালটে লক্ষ্মীনগর রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘হিন্দু সংস্কৃতি ধ্বংসের চেষ্টা করেছিল মুঘলরা। বিশেষত হিন্দুত্ব ধ্বংসের। তাই নিজেদের সংস্কৃতি বাঁচানোর লক্ষ্যে এগোচ্ছে বিজেপি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zIT16G

November 09, 2018 at 07:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top