মুম্বাই, ০৬ নভেম্বর- বলিউডের এই সময়ে আলোচিত নায়িকা কৃতি শ্যানন। তেলেগু সিনেমার মাধ্যমে ২০১৪ সালে ক্যারিয়ার শুরু হয় তার। এরপর থেকে প্রতিবছর দুটি করে সিনেমা মুক্তি পেলেও চলতি বছর তার একটিও সিনেমা মুক্তি পায়নি। তাই ক্যারিয়ারের সময়টা যে খুব একটা ভালো যাচ্ছে না, তা বোঝাই যাচ্ছে। তবে ২০১৯ সালে পুরো বছরজুড়েই হয়তো আলোচিত থাকবেন এই বলিউড সুন্দরী। আগামী বছর তার মুক্তি প্রতীক্ষিত সিনেমার সংখ্যা ৩টি। ছবিগুলো অর্জুন পাতিওয়ালা, লুকাচুপি ও হাউজফুল ৪। এছাড়াও কলঙ্ক নামের একটি সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। সবমিলিয়ে বেশ চ্যালেঞ্জিং একটা সময় যাবে তার আগামী বছরটা। তবে এই বছর সিনেমার ঝুলি খালি থাকা প্রসঙ্গে কৃতি বলেন, প্রথমত এই বছরটা অনেক পরিকল্পনা ছাড়া কাটিয়েছি। তবে আমি কাজে নিয়মিত ছিলাম। এই বছর হয়তো কোনো সিনেমা মুক্তি পায়নি। সেগুলো আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে। চলতি সময়ে দিওয়ালি নিয়ে বেশ উচ্ছ্বসিত কৃতি। সম্প্রতি তিনি মুম্বাইতে নতুন বাড়ি কিনছেন। প্রতিবছর এই সময় দিল্লিতে দিওয়ালি উৎসবে যোগ দেন কৃতি। তবে এই বছর কৃতি তার মুম্বাইয়ের নতুন বাড়িতে দিওয়ালির আয়োজন করেছেন। সেখানে তার বাবা-মা ও পরিবারের অন্যান্যরা দিল্লি থেকে মুম্বাইতে দিওয়ালি উৎসবে থাকবেন। এমইউ/০৬:০৩/৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2REFXqe
November 07, 2018 at 12:05AM
06 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top