চিন পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরে বাস পরিসেবা চালু করল ইসলামাবাদ

ইসলামাবাদ, ৬ নভেম্বরঃ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে বাস পরিসেবা চালু করল পাকিস্তান ও চিন। জানা গিয়েছে, সোমবার রাতে লাহোরের গুলবার্গ থেকে চিনের খাসগড়ের দিকে রওনা দেয় প্রথম বাসটি।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার জানান, ‘পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে যাওয়া বিতর্কিত করিডরে বাস চলাচলে প্রতিবাদ জানিয়েছিল ভারত। ভারতের সার্বভৌমত্ব এবং সীমান্ত লঙ্ঘন করছে এই পরিসেবা।’ ভারত প্রথম থেকেই চিন পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপেক) প্রকল্পের বিরোধীতা করে আসছে। তবুও ভারতের সীমান্ত লঙ্ঘন করে পাকিস্তানের মদতে চিন করিডর তৈরি হওয়া নিয়ে রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে সওয়াল করেছে ভারত। এদিনের চালু হওয়া এই বাস পরিসেবা নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে কেন্দ্র।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qmzujq

November 06, 2018 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top