নয়াদিল্লি, ২৮ নভেম্বরঃ চলে গেলেন স্বঘোষিত গডম্যান বালা সাঁই বাবা। জানা গিয়েছে, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর।
১৯৬০ সালের ১৪ই জানুয়ারি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে জন্মগ্রহণ করেন তিনি। বালা সাঁই বাবাকে বলা হত ‘ম্যাজিক বাবা’। তাঁর ভক্তরা বলেন, প্রতি বছর শিবরাত্রির দিন তাঁর মুখ দিয়ে শিবই যেন কথা বলতেন। রিপোর্ট জানাচ্ছে, তিনি নাকি হাওয়ার মধ্যে থেকে গয়নার টুকরো তৈরি করে আনতে পারতেন। তবে যুক্তিবাদীরা একে কৌশল বলেই ব্যাখ্যা করেন।
এ ছাড়াও তাঁর বিরুদ্ধে জমি দখল ও চেক বাউন্সের অভিযোগ রয়েছে। বালা সাঁই বাবা দুটি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। একটি কুর্নুলে, অন্যটি হায়দ্রাবাদে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতে তার সীমিত সংখ্যক ভক্ত থাকলেও বিদেশে তাঁর প্রচুর ভক্ত রয়েছে। কুর্নুলের বালা সাঁই ইন্টারন্যাশনাল স্কুলে আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SfjFLR
November 28, 2018 at 05:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন