ভোপাল, ২৮ নভেম্বরঃ মধ্যপ্রদেশে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ইভিএম বিভ্রাটের অভিযোগ তুলল কংগ্রেস। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করা হয়েছে।
জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই বেশ কয়েকটি জায়গায় ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া যায়। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বদলে দেওয়া হয়েছে ১০০টি বিকল ইভিএম। মধ্যপ্রদেশে বেলা ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৫০ শতাংশ। এই নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি কমলনাথ টুইট করে বলেন, ‘রাজ্যজুড়ে ইভিএম মেশিন বিকল হওয়ার খবর আসছে। এই ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন। বদলে দেওয়া হোক ইভিএম’। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়েছেন মধ্যপ্রদেশে কংগ্রেসের প্রচার কমিটির প্রধান জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FKamCj
November 28, 2018 at 05:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন