নাউয়াপাড়াতে ভূতের আতঙ্ক

জলপাইগুড়ি, ২৪ নভেম্বরঃ কুসংস্কারের বশে আতঙ্ক যেন পিছুই ছাড়ছে না জলপাইগুড়ি শহর সংলগ্ন গ্রামীণ এলাকাকে। পাহাড়পুর বড় চৌধুরিপাড়ার পর এবার আতঙ্ক ছড়িয়েছে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাউয়াপাড়াতে। গ্রামবাসীদের দাবি, একটি ভূত নাকি আস্ত মোরগ খেতে চাইছে। নাউয়াপাড়ার বাসিন্দা সুদেব আলির মেয়ে সাধনা খাতুনের অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করেই এই আতঙ্ক। ইতিমধ্যে ঝাড়ফুঁকও শুরু হয়ে গিয়েছে।

সাধনার বাবা সুদেব আলি জানান, বৃহস্পতিবার বিকেল নাগাদ মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরে সাধনা। রাতে ঘুমোতে যাবার সময় শুরু হয় হাতব্যথা। খানিকক্ষণ পর শুরু হয় মেয়ের অস্বাভাবিক আচরণ। কখনও হাসছে আবার কখনও কাঁদছে। তিনি বলেন, ‘সম্প্রতি এলাকায় তিনজনের অপঘাতে মৃত্যু হয়েছিল। তাঁরাই মেয়ের উপর ভর করেছে। ওঝা আনা হয়েছে। ওঝা না পারলে হাসপাতালে নিয়ে যাব।’ সাধনার দিদি সাবিনা খাতুন বলেন, ‘রাত থেকেই আমরা খুব আতঙ্কে আছি।’

ইতিমধ্যেই ঘটনার খবর পৌঁছেছে জেলা প্রশাসন এবং কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, তাঁরা ওই এলাকায় গিয়ে সচেতনতা প্রচার চালাবেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PW5uyQ

November 24, 2018 at 01:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top