দু’দেশের নাগরিকদের মিলন ঘটাবে কারতারপুর করিডরঃ মোদি

নয়াদিল্লি, ২৪ নভেম্বরঃ গুরু নানক দেবজির আশীর্বাদে কারতারপুর করিডর দিয়েই ভারত ও পাকিস্তানের নাগরিকদের মিলন হবে। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হরসিমরত কউর বাদলের বাসভবনে গুরুপুরব পালনে গিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছরের ২৬ নভেম্বর কারতারপুর করিডর খুলে দেওয়া হবে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, ‘২৬ নভেম্বর আমি ও রাষ্ট্রপতি যৌথভাবে কারতারপুর করিডরের (ভারতের অংশে) শিলান্যাস করব। অন্যদিকে ২৮ নভেম্বরে কারতারপুর করিডরের পাকিস্তানের অংশের শিলান্যাস করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।’

৫৩৯ সালে প্রয়াত হন গুরু নানক। প্রয়াণের আগে তিনি ১৮ বছর কারতারপুর সাহিবে ছিলেন। সেকারণেই কারতারপুর সাহিব শিখদের তীর্থস্থান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Rbaxb1

November 24, 2018 at 01:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top