আজ রসগোল্লায় মজে রাজ্য

কলকাতা, ১৪ নভেম্বরঃ প্রতিবেশী ওডিশার সঙ্গে রসগোল্লার লড়াইয়ে নেমে আজকের দিনটায় গতবছর জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন(জিআই) ট্যাগ জিতে নেয় পশ্চিমবঙ্গ। রসগোল্লা এই বাংলারই, তা স্বীকৃতি পাওয়ার পর ১৪ নভেম্বর রসগোল্লা দিবস হিসেব পালন করছে রাজ্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে ১৪ নভেম্বর রাজ্যজুড়ে রসগোল্লা দিবস পালন করা হবে। রসগোল্লার জিআই প্রাপ্তির বর্ষপূর্তিতেই এই নতুন উদ্যোগ তৃণমূল সরকারের। সেই কারণে আজ সেজে উঠেছে নিউটাউনের ইকো পার্ক।

নিউটাউনের ইকো পার্কে তৈরি হয়েছে মিষ্টি হাব। সারি সারি রসগোল্লার স্টল। থাকছে বিভিন্ন স্বাদের রসগোল্লা। এবছরের ৫ জুলাই ইকো পার্কে মিষ্টি হাবের উদ্বোধন হয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QBLYUm

November 14, 2018 at 06:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top