ঢাকা, ১৪ নভেম্বর- একদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সাকিব-তামিমের অন্তর্ভুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের তৃতীয় দিন চা বিরতির সময়ই টাইগারদের ডাগআউটের সামনে সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল ক্যাচ প্র্যাকটিস করতে। টিম বয়কে দিয়ে ক্যাচ প্র্যাকটিস করেছিলেন বেশ কিছুক্ষণ। বোঝাই যাচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাকিব। সেটা বোঝা গেলো আজই। শুধু ক্যাচ প্র্যাকটিসেই নয়, নিজেকে তিনি ব্যস্ত করে তুললেন ব্যাটিং প্র্যাকটিসেও। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের আজ ছিল চতুর্থ দিন। বিকেল ৩টার দিকে একদম শেরেবাংলার মিডিয়া ভবনের সামনে দিয়ে কমলা রংয়ের গেঞ্জি ও কালো ট্রাউজার পরা সাকিব চলে গেলেন ইনডোরে। সেখানে এক ঘণ্টা মতো ব্যাটিং প্র্যাকটিসের পর কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে। সেখানেই জানালেন নিজের প্রস্তুতি এবং ফিরে আসা নিয়ে নানা কথা। সাকিবের প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেরার জন্যই প্রস্তুত। নেটে পুরোদস্তুর ব্যাটিং শুরু করে দিয়েছেন। ২২ নভেম্বর থেকে ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। এখনও প্রায় সপ্তাহখানেক বাকি। ওই ম্যাচেই হয়তো চোখ রাখছেন সাকিব। তবুও, সতর্কতার সঙ্গেই সামনে পা ফেলতে চান তিনি। নেটে ব্যাটিং প্র্যাকটিস করে ফেরার সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, প্রস্তুতি কেমন চলছে? জবাবে তিনি বলেন, মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আস্তে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থা হয়। প্রথম দিন হিসেবে আমি বলবো, অনেক ভালো। অন্যান্য বিষয়গুলো, যেমন বোলিং-ফিল্ডিং, এগুলোর কি অবস্থা? জানতে চাইলে সাকিব বলেন, সবই আস্তে আস্তে শুরু হবে। কাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করবো। সব কিছুর জন্য সময় লাগবে। একবারেই সব শুরু করা সম্ভব হবে না। ইমপ্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করবো। আঙ্গুলে আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করেছেন? সাকিব জানালেন কোনো ব্যাথা অনুভব করেননি। তিনি বলেন, ওটাই বললাম যে কোনো ব্যথা অনুভব করিনি। বেশ ভালো অনুভব করছি। এরপর ভলিউম বাড়লে, পেস বাড়লে এবং বেশিক্ষণ ব্যাটিং করলে বোঝা যাবে, কি অবস্থা। ইনজুরি থেকে মুক্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ফেরার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু হঠাৎ করেই নতুন ইনজুরিতে পড়েছেন তিনি। সাইড স্ট্রেইনের কারণে খেলার সম্ভাবনা নেই তামিমের। এ নিয়ে সাকিব বলেন, কেউ খেলতে না পারলে দলের জন্য একটা নেতিবাচক ব্যাপার; কিন্তু আমি আশা করবো ও যেনো প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যায়। দেখা যাক ফিজিও ওর বিষয়ে কি বলে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচের আগে ফিরতে পারবেন সাকিব? তিনি নিজে কি বলেন? জানতে চাইলে সাকিব বলেন, আস্তে আস্তে শুরু করেছি। এরপর পেস বাড়ার পর বুঝতে পারবো কী হচ্ছে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভিতরে বুঝতে পারবো, কী হবে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১১:১৪/১৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2B6PxMW
November 15, 2018 at 05:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top