চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা লিওনেল মেসিকে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের দলে রেখেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। তবে ক্লাবের চিকিৎসকরা এখনও তাকে খেলার জন্য ছাড়পত্র দেননি। গত ২০ অক্টোবর সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচে বল দখলের লড়াইয়ে পড়ে গিয়ে মেসির ডান হাতের রেডিয়াল হাড়ে চিড় ধরা পড়ে। গত বুধবার ফিরে একা কিছুক্ষণ ফিটনেস অনুশীলন করেন বার্সেলোনা তারকা। বল নিয়েও কিছু কাজ করেন তিনি। শুরুতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, পুরোপুরি সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগবে মেসির। অধিনায়ককে নিয়ে কোনোরকম তাড়াহুড়ো করা হবে না বলেও কদিন আগে জানান কোচ। আর্জেন্টাইন তারকা ছিটকে পড়ার পর থেকে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ খেলে সবকটিতে জিতেছে বার্সেলোনা। এর মধ্যে গত সপ্তাহ লিগে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দেয় কাতালান ক্লাবটি। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইন্টার মিলানের মাঠে খেলতে যাবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়েছিল লা লিগা চ্যাম্পিয়নরা। ইন্টারের বিপক্ষে ফিরতি লেগেও জিতলে নকআউট পর্ব নিশ্চিত হবে বার্সেলোনার। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/০৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PdTJDt
November 05, 2018 at 04:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন