ভারত-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট, একদিনের সিরিজ শেষ। ব্রায়ান লারার দেশ ওয়েস্ট ইন্ডিজ কেমন খেলল? কিংবদন্তি এই ব্যাটসম্যান তাঁর নিজের দেশ নিয়ে বলতে যত না আগ্রহী, তার চেয়ে ঢের বেশি বললেন বিরাট কোহলি, পৃথ্বী শদের নিয়ে। মন্তব্য করলেন শচীন টেন্ডুলকারকে নিয়েও। কোহলি সম্পর্কে লারার মতে- বিরাট যা যা করছে, অবিশ্বাস্য। ঝুড়ি ঝুড়ি রান করছে, অসম্ভব ফিট! অনেক নতুন কিছুকে বাড়তি গুরুত্বও দিচ্ছে। দেখে ভাল লাগছে, ক্রিকেট খেলা তাঁর নতুন নেতাকে খুঁজে পেয়েছে। আরও ভাল করে বললে, খেলাটাকে নেতৃত্ব দেওয়ার মতো সত্যিই কেউ এসেছে। শচীন টেন্ডুলকার সম্পর্কে লারা বলেন, শচীন আর আমার সম্পর্কে যা যা লেখা হয়েছে তা যদি পড়ে থাকেন, আর যদি খুঁটিয়ে খবর রাখেন, তাহলে দেখবেন, বারবার আমাদের তুলনা হয়েছে। এখনও হয়। কিন্তু আমাদের দুজনের কাছেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়। আশা করি, বিরাট কোহলিও তুলনায় কান দেবে না। একেকজন, একেক সময় বড় হয়, নিজেকে মেলে ধরে। এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের তুলনাটাই তো ভুল। যে যখন, যা যা করে গেছে, আমাদের উচিত সেই সাফল্যকে সম্মান জানানো। আমার সময় শচীন, দ্রাবিড়, ক্যালিস, পন্টিং ছিল। আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে ছাপ রেখেছি। কীভাবে তারপর বলি, স্যর ভিভ, স্যর গ্যারি সোবার্সের থেকে আমার প্রজন্ম বা সমসাময়িকরা বা পরের প্লেয়াররা বেশি ভাল ছিল? এমইউ/১০:০৫/০৫ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2D2FVUR
November 05, 2018 at 04:05PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন