ফুলহ্যাম, ০৫ নভেম্বর- ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন আলভারো মোরাতা। স্প্যানিশ এই ফরোয়ার্ডের জোড়া গোলে বোর্নমাউথকে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার স্থানীয় সময় বিকালে ৩-১ গোলে জেতে মাউরিসিও সাররির দল। তাদের অন্য গোলটি করেন আরেক স্প্যানিয়ার্ড পেদ্রো। ম্যাচের ৩২তম মিনিটে পেদ্রোর পাস ছোট ডি-বক্সের বাইরে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে চেলসিকে এগিয়ে নেন মোরাতা। গত সপ্তাহে বার্নলির মাঠেও জালের দেখা পেয়েছিলেন তিনি। গত বছরের নভেম্বরের পর এই প্রথম প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ গোল করলেন স্প্যানিশ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে পাল্টা আক্রমণে দ্রুত ডি-বক্সে ঢুকে নিচু শটে সমতা টানেন ইংলিশ মিডফিল্ডার অ্যান্ড্রোস টাউনসেন্ড। তাদের সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৬৫তম মিনিটে এদেন আজারের ফ্রি-কিক ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছোট ডি-বক্সের বাঁ দিকে পেয়ে যান মোরাতা। কোনাকুনি শটে দলকে ফের এগিয়ে নেন তিনি। আর ৭০তম মিনিটে মার্কো আলোনসোর পাস ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে ডান পায়ের প্লেসিং শটে ব্যবধান আরও বাড়ান স্পেনের ফরোয়ার্ড পেদ্রো। যোগ করা সময়ে প্রতি-আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন মোরাতা; কিন্তু তার চিপ গোলরক্ষক ঠেকিয়ে দিলে হ্যাটট্রিকের দেখা আর পাননি তিনি। ১১ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে নেমে গেছে লিভারপুল। সাউথ্যাম্পটনকে ৬-১ গোলে উড়িয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। দিনের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ৩-২ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার ২৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। বোর্নমাউথ ও ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট সমান ২০ করে। গোল ব্যবধানে এগিয়ে ষষ্ঠ স্থানে আছে বোর্নমাউথ। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/০৫ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PdTTL5
November 05, 2018 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top