সিলেট, ০৩ নভেম্বর- ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে। সে ধারাবাহিকতায় এবার সিরিজের প্রথম টেস্টে লড়াইয়ে নেমেছে লাল-সবুজের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরে বোলিংয়ে নামা স্বাগতিকদের সাফল্য পেতে কিছুটা সময় লাগলেও স্পিনার তাইজুল ইসলামের বোলিং দৃঢ়তায় শুরুতেই চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। পরে শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা শুরুর এই বিপর্যয় এড়িয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু মধ্যাহ্ন ভোজের পর আঘাত হানেন পেসার আবু জায়েদ রাহি। নিজের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমে অতিথি দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন তিনি। আজ শনিবার ম্যাচের প্রথম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ৩৪ ওভারে ৯৪ রান তুলেছে। তারা উইকেট হারিয়েছে তিনটি। শন উইলিয়ামস (২২) ও সিকান্দার রাজা (০) ব্যাট করছেন। ব্রায়ান চারি ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফিরেন। তাঁকে সরাসরি বোল্ড করেন স্পিনার তাইজুল ইসলাম। বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরও। ব্যক্তিগত ৬ রানে আউট হন তিনি। তিনিও তাইজুলের শিকার। মাসাকাদজা সাজঘরে ফেরার আগে করেন ৫২ রান। ম্যাচের বাংলাদেশ একাদশে রয়েছে দুই চমক। এক সঙ্গে দুই ক্রিকেটারের অভিষেক হয়েছে। তারা হলেন- অলরাউন্ডার আরিফুল হক ও স্পিনার নাজমুল ইসলাম অপু। আরিফুল চলমান সিরিজের শেষ ওয়ানডেতে জাতীয় দলের হয়ে প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন। এবার সিলেটে টেস্ট ম্যাচেও অভিষেক হয় তাঁর। আর অপু এর আগে পাঁচটি ওয়ানডে খেলে নিজের যোগ্যতার ভালোই প্রমাণ দিয়েছেন। তাই টেস্টে ক্রিকেটেও অভিষেক হয় তাঁর। সাকিব আল হাসান ও তামিম ইকবালের অনুপস্থিতে দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। গত বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন তিনি। সে ম্যাচের দুই ইনিংসেই খুব একটা সুবিধা করতে পারেননি। তাই দলে জায়গা হারান। এদিকে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান দলে থাকলেও এই ম্যাচের একাদশে নেই। তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। দলে তিনজন স্পিনার নেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাজমুল ইসলাম অপু। আর দুজন পেসার হলেন আবু জায়েদ রাহি ও আরিফুল হক। বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহি। জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা। এমইউ/০১:০৫/০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2CYeU4Y
November 03, 2018 at 07:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন