সিলেট, ০৩ নভেম্বর- সব আয়োজন সম্পন্ন ছিল। প্রস্তুত ছিল ২২ গজ। দুই দলও। অপেক্ষা ছিল কেবল মাঠে নামার। এরমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাট-বলের লড়াই। তবে সেই লড়াই শুরুর আগে দেশের মাটিতে হওয়া আর দুটো টেস্টের আগে ভিন্নতা ছিল একটু। বাজানো হলো টেস্টের ঘণ্টা। ইংল্যান্ডের লর্ডস ও ভারতের ইডেন গার্ডেনসে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরু করার একটা রীতি আছে। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে শনিবার থেকে যাত্রা শুরু হলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের। আর তাই এখানে অনুসরণ করা হলো সেই রীতি। বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট শুরুর আগে দ্য ফাইভ মিনিট বেল নামে পরিচিত এই ঘণ্টা বাজানো হয়। তবে ঘণ্টা কে বাজাবেন, সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল গেল কিছুদিন। জানা গিয়েছিল, ঘণ্টা বাজাবেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। পরে আবার শোনা গিয়েছিল, জাতীয় দলের সাবেক কোনো অধিনায়ককেই দেওয়া হবে ঘণ্টা বাজানোর সম্মান। অবশেষে সত্যি হলো পরের গুঞ্জনটাই। সিলেট টেস্টে ঘণ্টা বাজানোর সম্মান পেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান। বিসিবি পরিচালক শফিউল আলম নাদেল অবশ্য শুক্রবারই এই খবর নিশ্চিত করেন। শুধু ঘণ্টা বাজানোই নয়, সিলেটের অভিষেক টেস্টকে কেন্দ্র করে নেওয়া হয় আরও বেশ কিছু উদ্যোগ। সিলেট বিভাগের সাবেক ক্রিকেটারদের জন্য বিশেষ সম্মাননার ব্যবস্থা করা হয়। দুদলের খেলোয়াড়দের জন্য বিশেষ স্মারক উপহার। এ ছাড়া ম্যাচের টসটিও হয় বিশেষ একটি মুদ্রায়। সব মিলিয়ে, আয়োজনের আতিশয্য নিয়ে তৈরি নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হলো। সূত্র: সমকাল এমএ/ ০১:০০/ ০৩ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P5ggCd
November 03, 2018 at 07:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন