আজ ধোনি যুগের শেষের শুরু ইডেনে

কলকাতা, ৪ নভেম্বরঃ ভারতীয় ক্রিকেটের সম্ভাব্য এক পালাবদলের সাক্ষী থাকতে চলেছে ইডেন গার্ডেন্স। যেখানে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়াই খেলতে নামছে ভারত। নির্বাচকরা মুখে ধোনিকে বিশ্রাম দেওয়ার কথা বললেও, ক্রিকেট মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, বাদই পড়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। একদিকে যখন বর্ষীয়ান ধোনির অনুপস্থিতি, অন্যদিকে তখন তিন ম্যাচের টি-২০ সিরিজে দেখা যাবে এক ঝাঁক নতুন খেলোয়াড়কে । শাহবাজ নাদিম, ক্রুনাল পান্ডিয়া, খলিল আহমেদ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ…তালিকাটা বেশ বড়ো।  টি-২০ সিরিজের ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য ইডেন সবসময়ই পয়া। এই মাঠেই একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২৬৪ রান করেছিলেন রোহিত। এছাড়াও অভিষেক টেস্টে সেঞ্চুরি এবং আইপিএলে দু’বার খেতাব জিতেছেন ক্রিকেটের এই স্বর্গোদ্যানেই৷   নিজের পয়া মাঠে দর্শকদের মন জয় করতে প্রস্তুত রোহিত। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের জন্যও পয়া ইডেন। কারণ বছর দু’য়েক আগে এই ইডেনে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ বেন স্টোকসকে এক ওভারে চারটি ছক্কা মেরে কার্যত একাই ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল বর্তমান ক্যারিবিয়ান টি-২০ দলের অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট৷  তবে এত সব সত্ত্বেও দর্শকসংখ্যা নিয়ে চিন্তা যাচ্ছে না সিএবি-র। এখনও যা হিসেব, তাতে ২৫ হাজারের মতো দর্শক খেলা দেখতে আসতে পারেন। তাই দিওয়ালির আগে ইডেন কতটা ভরবে, তা নিয়ে সন্দেহ থাকছেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CXQ0m5

November 04, 2018 at 11:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top