নয়াদিল্লি, ৪ নভেম্বরঃ যত দিন যাচ্ছে, রামমন্দির নিয়ে গলা চড়ছে হিন্দুত্ববাদী নেতা-নেত্রীদের। আরএসএস নেতা ভাইয়াজি যোশির পর এবার রামমন্দির নিয়ে জোর সওয়াল করলেন বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। তাঁর দাবি, অযোধ্যায় রাম মন্দির হবেই। শিলান্যাস হবে চলতি বছরের ৬ ডিসেম্বর। রাম মন্দির তৈরির ক্ষেত্রে কারোর সাহায্যের প্রয়োজন নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। রাম মন্দির প্রসঙ্গে সাধ্বী বলেন, ’রামজির মন্দির ধুমধাম করে তৈরি হবে। ৬ ডিসেম্বরই শিলান্যাস করতে হবে। হিন্দুস্তানের হিন্দুদের অযোধ্যাতে ডেকে ঘোষণা করতে হবে রাম মন্দির তৈরি হচ্ছে। কারোর সাহায্য চাই না। রাম মন্দির হয়ে যাবে।’
এর আগে শুক্রবার আরএসএস-এর সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশী বলেছিলেন, ‘দরকার পড়লে ১৯৯২-র মতো আন্দোলন শুরু হবে।’ চলতি বছরের ২৯ অক্টোবর অযোধ্যা মামলার শুনানি হওয়ার কথা ছিল। যদিও সেদিন সুপ্রিমকোর্ট মামলার শুনানির দিন পিছিয়ে দেয়। ২০১৯ সালের জানুয়ারি মাসে ঠিক হবে পরবর্তী শুনানি কবে হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P70RkN
November 04, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন