বরেলি, ৪ নভেম্বরঃ হাসপাতালের আইসিইউতে গণধর্ষিতা কিশোরী। উত্তরপ্রদেশের বরেলির এক বেসরকারী হাসপাতালের ঘটনা। হাসপাতালের এক কর্মী সহ আরও চারজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। পরিবারের সঙ্গে বাগানে কাজ করতে গিয়ে সাপে কামড়ায়। এর ফলে পাঁচদিন আগে ওই হাসপাতালে ভরতি করা হয় কিশোরীকে। হাসপাতালের ওই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আরও চারজনের বিরুদ্ধে জারি হয়েছে লুকআউট নোটিশ। তারা পলাতক।
ওই কিশোরীকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করার পর গোটা ঘটনাটি জানায় সে। ওই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আইসিইউয়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
কিশোরী তার ঠাকুমাকে জানিয়েছে, রাতে হাসপাতালের ইউনিফর্ম পরা এক ব্যক্তি ও আরও চারজন আইসিইউতে আসে। তারা কিশোরীকে ইনজেকশন দিতে চাইলে সে তা দিতে বাধা দেয় এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন একজন তার গলা টিপে ধরে এবং হাত বেঁধে দিয়ে গণধর্ষন করে। ঘটনাটি শোনার পর কিশোরীর ঠাকুমা সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান এবং পুলিশে খবর দেওয়া হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D0NBqQ
November 04, 2018 at 12:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন