নয়াদিল্লি, ৪ নভেম্বরঃ গত বছর ধোঁয়াশার জেরে ফিরোজ শাহ কোটলাতে মুখোশ পরে খেলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। একই ছবি দেখা গেল এ বছর। রঞ্জি ট্রফিতে রেলওয়েজের বিরুদ্ধে মাস্ক পড়ে ব্যাটিং করেন মুম্বইয়ের খেলোয়াড়রা। আর এর পরেই অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারকে গৌতম গম্ভীর। ব্যঙ্গ করে টুইট করে তিনি বলেছেন, ‘দিল্লিতে আগে অক্সিজেন ছিল। এই অক্সিজেন আপ সরকার দিল্লি থেকে বের করে দিয়েছে। ফলে দূষণ বাড়ছে।’ গম্ভীর আরও বলেন, ‘আমাদের প্রজন্মও এই দূষণে আপ সরকারের প্রতিশ্রুতির মতোই উবে যাবে। এক বছর সময় পেয়েও ডেঙ্গু ও দূষণ, কোনওটাই নিয়ন্ত্রণ করতে পারল না আপ সরকার।’ বছরের এই সময় পাঞ্জাব ও হরিয়ানায় ফসল কাটা হয়। ফলে উত্তুরে হাওয়ায় ফসলের অবশিষ্ট অংশ দিল্লির দিকেই আসে। তারসঙ্গে দিল্লি ও তার আশেপাশের কলকারখানার ধোঁয়া। সব মিলে মারাত্মক ধোঁয়াশার সৃষ্টি হয়। আপাতত দিল্লির দূষণমুক্ত হওয়ার ব্যাপারে কোনও পূর্বাভাস নেই। ফলে দিল্লি-এনসিআর থেকে রনজি ম্যাচ সরানোর ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়ছে। ইতিমধ্যে দিল্লি, রেলওয়েজ, সার্ভিসেসের মতো দলগুলো হোম ম্যাচ দিল্লির বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P9tA8L
November 04, 2018 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন