লখনউ, ২ নভেম্বরঃ অযোধ্যায় অবশ্যই রামমূর্তি তৈরি হওয়া উচিত। আর তা যেন সর্দার বল্লবভাই পটেলের মূর্তির থেকেও উঁচু হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পরিকল্পনাকে এভাবেই সমর্থন জানালেন বিতর্কিত সমাজবাদী পার্টি নেতা আজম খান। অযোধ্যায় ভগবান রামের মূর্তি তৈরির জন্য যোগী আদিত্যনাথকে অনুরোধ করছিলেন সেখানকার সাধু সম্প্রদায়। সেই পরিপ্রেক্ষিতে ১৫১ মিটার উঁচু রামের মূর্তি স্থাপনের পরিকল্পনা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী সপ্তাহে অযোধ্যায় গিয়ে রামপুরে সরযূ নদীর তীরে ভগবান রামের মূর্তি তৈরির ব্যাপারে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে সমাজবাদী পার্টির নেতা আজম খানকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘সর্দার বল্লবভাই পটেলের মূর্তি তৈরির পরিকল্পনার সময়ই এই চিন্তা করা উচিত ছিল। ভগবান রামের মূর্তি নিয়ে কেউ বিরোধিতা করবে এটা ভাবাই উচিত নয়। আমি মনে করি স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উঁচু হওয়া উচিত ভগবান রামের মূর্তি।‘
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D0WOPJ
November 04, 2018 at 12:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন