নয়াদিল্লী, ০৯ নভেম্বর- দুর্দান্ত সময় পার করছে টিম ইন্ডিয়া। তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।তাঁর মন্তব্য নিয়ে তোলপাড় পুরো ক্রিকেট বিশ্ব। বিতর্কের মুখে সাফাই দিলেন কোহলি। টুইটারে লিখলেন, ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার পক্ষেই তিনি। তাঁর মন্তব্য হালকা করে নেওয়ার অনুরোধও করেন ভারত অধিনায়ক। এক ক্রিকেটভক্তকে দেশ ছেড়ে যাওয়ার কথা বলেন কোহলি। তারপরই সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়। তীব্র সমালোচনার মুখে সাফাই দিলেন অধিনায়ক কোহলি। তিনি টুইট করে বলেছেন, আশা করি, এই ট্রোল আমাকে উদ্দেশ্য করে নয়! আর সত্যি বলতে কী, ট্রোলে আমার কিছু যায়ও আসে না। দিজ ইন্ডিয়ান্স, কমেন্টে এই দুটো শব্দ যেভাবে ব্যবহার হয়েছিল, আমি তা নিয়ে বক্তব্য রেখেছিলাম। ব্যস। আমি পছন্দের স্বাধীনতায় বিশ্বাসী। তাই ব্যাপারটাকে হালকা করে দেখাই ভাল। উৎসবের এই মৌসুম, সবাই উপভোগ করুন। ভালবাসা আর শান্তি সবার জন্য কামনা করি। বুধবার এক ক্রিকেটপ্রেমীর নেতিবাচক মন্তব্যের জবাব দিতে গিয়ে মেজাজ হারান কোহলি। ওই ভক্ত লিখেছিলেন, বিরাটের ব্যাটিং অতিরিক্ত প্রশংসিত। তাঁর ব্যাটিংয়ে তেমন বিশেষত্ব নেই। এই ধরণের ব্যাটসম্যানদের চেয়ে ইংল্যান্ডঅস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং দেখতে ভাল লাগে আমার। ওই ক্রিকেটপ্রমীর এরকম মন্তব্য পড়ার পর ক্ষুব্ধ হন কোহলি। বলেন, আমার মনে হয় আপনার অন্য কোন দেশে গিয়ে থাকা উচিৎ। আপনি এই দেশে বসবাস করবেন আর অন্য দেশকে ভালবাসবেন! আমি আমাকে পছন্দ নাই করতে পারেন। তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় আপনার এই দেশ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকা উচিত। আপনি সবার আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন। এরপরই সোশ্যাল মিডিয়ায় কোহলির মন্তব্য নিয়ে ঝড় ওঠে। তারপরই সাফাই দিলেন ভারত অধিনায়ক। আর/০৮:১৪/০৯ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SS4QA9
November 09, 2018 at 08:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top