স্কাইওয়াকে পানের পিক, ধুতে হল অভিযুক্তকে

কলকাতা, ৯ নভেম্বরঃ উদ্বোধনের পরই দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের যেখানে সেখানে দেখা যায় পান, গুটকার পিক। সেই ছবি ধরা পড়ে সংবাদমাধ্যমে। এরপরই নড়েচড়ে বসে দক্ষিণেশ্বর মন্দির কমিটির ট্রাস্টি বোর্ড। পানের পিক ফেলার সময় এবার হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। আর তাকে দিয়েই জায়গাটি পরিষ্কার করানো হয়। এমনকি জরিমানা করা হয় ১০০০ টাকাও।

স্কাইওয়াকটির দেখাশোনার জন্য মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডকে দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর বৃহস্পতিবার পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, দক্ষিণেশ্বর স্কাইওয়াক নোংরা করলে নিজের হাতেই পরিষ্কার করতে হবে। নাহলে মন্দির কমিটি ৫ হাজার টাকা জরিমানা করবে। এরপরই গতকাল সিসিটিভি ফুটেজ দেখে একজনকে ধরা হয়। তাকে দিয়েই নোংরা জায়গাটি পরিষ্কার করানো হয়।

দক্ষিণেশ্বর মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য কুশল চৌধুরি বলেন, ‘কোনওভাবেই স্কাইওয়াক নোংরা করা বরদাস্ত করা হবে না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর্থিক জরিমানাও করা হবে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JUfNx2

November 09, 2018 at 02:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top