দেগঙ্গা, ২৭ নভেম্বরঃ ভাগাড় কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। এরই মাঝে ফের একবার ফেলে দেওয়া মৃত পশুর মাংস কেটে বিভিন্ন হোটেলে পাচার করার অভিযোগ উঠল এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার ক্ষুদ্র মণ্ডলগাছির ঘটনা।
উঁচু পাঁচিলঘেরা জায়গায় বেশ কয়েকদিন ধরে কিছু লোকের আনাগোনা দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। গাড়ি নিয়ে সেখানে ঢুকে যাচ্ছিল তারা। ফলে স্থানীয়দের সন্দেহ জাগে। কিন্তু, পাঁচিলের গেট বন্ধ থাকায় তারা ভিতরে ঢুকতে পারেনি। দুর্গন্ধ বাড়তে থাকায় স্থানীয়রা শেষপর্যন্ত গতরাতেই পাঁচিল টপকে ভিতরে ঢোকে। সেখানে গিয়ে তারা দেখে, লোকচক্ষুর আড়ালে কাটা হচ্ছে মৃত গোরু, ছাগল।
একটি গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সোফিয়ার আলি নামে একজনকে ধরে ফেলে এলাকাবাসীরা। তাকে বেধড়ক মারধর করা হয়। কিন্তু, অন্ধকারের সুযোগে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। জনরোষের মুখে সোফিয়ার স্বীকার করে, সেখানে মৃত পশুর মাংস কাটা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থানে আসে দেগঙ্গা থানার পুলিশ। ধৃতকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। চক্রের মূল পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Sdi6OA
November 27, 2018 at 03:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন