শ্রীনগর, ২৭ নভেম্বরঃ অযোধ্যা নিয়ে গোটা দেশ তোলপাড়। ঠিক এমন সময়ে রামমন্দির নিয়ে মন্তব্য করলেন কাশ্মীরের প্রবীণ নেতা ফারুক আবদুল্লা। তিনি বলেন, ‘শ্রীরাম গোটা বিশ্বের। শুধু অযোধ্যাতে কেন তৈরি হবে মন্দির?’
গতকালই জেডিইউ নেতা পবন বর্মা দাবি করেছিলেন, ‘অযোধ্যায় কেন তৈরি হবে না রাম মন্দির! কারণ রামের জন্মভূমি অযোধ্যা। সেখানে যদি হিন্দুরা মন্দির গড়তে চায় তাহলে তাঁদের রামমন্দির গড়তে দেওয়া উচিত। এখন প্রশ্ন হচ্ছে কোথায় মন্দির তৈরি হবে?’
জেডিইউ নেতার এই মন্তব্যের প্রেক্ষিতেই ফারুক আবদুল্লা বলেন, ‘শীর্ষ আদালতের সিদ্ধান্তকে ঠাণ্ডা ঘরে ঢোকানোর চেষ্টা করছেন কয়েকজন। অথচ তাঁরা ভুলে গিয়েছেন আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। সেখানে মানুষের রায়টাই শেষ কথা। অযোধ্যায় যদি রামের মন্দির হয় তাহলে বিহারের সীতামারহিতে কেন দেবী সীতার মন্দির তৈরি হবে না।’ ওমর আবদুল্লা জানিয়েছেন, দেশের সব মুসলিমরাই জানিয়েছেন রামমন্দির নিয়ে যে রায় শীর্ষ আদালত দেবে সেটাই তাঁরা মেনে নেবেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E160Fj
November 27, 2018 at 03:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন