মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী কিশোর ফুটবলার

বারাকপুর, ২৭ নভেম্বরঃ বাড়িতে মায়ের বকুনি খেয়ে আত্মহননের পথ বেছে নিল সদ্য বাংলা দলে সুযোগ পাওয়া জুনিয়ার ফুটবলার ১৫ বছরের অর্পণ সরকার।

সোমবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটেছে শ্যামনগরের নেহরু মার্কেট এলাকায়। অর্পণ খেলত ইউনাইটেড স্পোর্টসের অনূর্ধ্ব ১৫ টিমে। বাংলার অনূর্ধ্ব ১৫ টিমের হয়ে মীর ইকবাল ট্রফিতেও খেলেছে সে। শ্যামনগর কান্তি চন্দ্র স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে।

জানা গিয়েছে, সোমবার পড়াশোনা নিয়ে অর্পনের মা তাকে বকাবকি করে। এরপর তার মা পাড়ার একটি দোকানে জিনিস কিনতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অর্পণ। তার মা বাড়িতে এসে দেখে অর্পণের দেহ ঝুলছে। তাঁর চিত্‍কারে প্রতিবেশীরা ছুটে যান। সোমবারই অর্পণের দেহ উদ্ধার করে নিয়ে যায় জগদ্দল থানার পুলিশ। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য বারাকপুর মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।

বাবা-মায়ের একমাত্র সন্তান অর্পণের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। ইউনাইটেডের অনূর্ধ্ব ১৫ আই লিগ টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিল এই মিডফিল্ডার। ইউনাইটেড স্পোর্টসের শীর্ষ কর্তা নবাব ভট্টাচার্য বলেন, ‘সব মৃত্যুই দুঃখের। কিন্তু এ ভাবে চলে যাওয়া মেনে নেওয়া যায় না। ১৫ বছর বয়স হয়েছিল অর্পণের। যথেষ্ট বড়। এই বয়সের ছেলেমেয়েদের বোঝা উচিত, ওদের পরিবার তাদের উপর নির্ভরশীল থাকে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r73hSb

November 27, 2018 at 03:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top