বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি মাসুদ আলমের জামিন

পঞ্চাশ লাখ টাকা মানহানির মামলায় অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতে মামলার শুনানি শেষে বিচারক রোকেয়া বেগম জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেন মাসুদ আলমের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আশিকুর রহমান জুয়েল। বিবাদী পক্ষে এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মহিন ও অ্যাডভোকেট মো. আবু জাফর। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ পিন্টু।

উল্লেখ্য, ‘কুমিল্লায় “বন্দুকযুদ্ধে” নিহতরা শীর্ষ মাদক ব্যবসায়ী দাবি পুলিশের,এলাকাবাসী বলছে “খুচরা বিক্রেতা” ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের একটি তথ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে জেলার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল জলিল চলতি বছরের ৩০ মে কুমিল্লার আদালতে পঞ্চাশ লাখ টাকা মানহানির মামলা দায়ের করেন।

ওই মানহানির মামলায় বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলমকে প্রধান করে দুইজনকে আসামি করা হয়।



from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/2SV1EDP

November 08, 2018 at 09:34PM
08 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top