ওদলাবাড়িতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম পাঁচ

ওদলাবাড়ি ও মালবাজার, ৮ নভেম্বরঃ একটি টোটোর সঙ্গে ছোট চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচজন। গুরুতর আহত একজন। তাঁর নাম সুভাষ রায়। হাড় ভেঙে গিয়েছে গায়েত্রী রায় ও সুকুমার কর্মকারের। বাকি দুজনের আগাত সামান্য। আহত সকলকে মাল হাসপাতালে পাঠানো হয়েছে। সুভাষ রায়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ি-ক্রান্তি রোডে তিস্তা ব্যারেজ টাউনসিপের ১ নম্বর গেটের সামনে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DbIfZF

November 08, 2018 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top