শ্রীনগর, ৮ নভেম্বরঃ আপেলের আড়ালে লুকিয়ে কাশ্মীর থেকে দিল্লিতে পাচার করা হচ্ছিল হেরোইন। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র তত্পরতায়, বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের কুপওয়াড়া এলাকায় ধরা পড়ে ট্রাক সমেত হেরোইন ভর্তি পেটি। উদ্ধার হয়েছে ২০০ কোটি টাকার হেরোইন। ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের কুপওয়ারা থেকে বৃহস্পতিবার ট্রাকটি দিল্লির উদ্দেশে আসছিল। কাশ্মীরের হাইওয়ে টোল প্লাজায় এনসিবির অফিসাররা তল্লাশি চালিয়ে আপেলের কার্টন থেকে উদ্ধার করেন কোটি কোটি টাকার হেরোইন। ধৃত ট্রাক চালককে জেরা করা হচ্ছে। চোরাচালান চক্রের পান্ডাদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QunkVy
November 08, 2018 at 10:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন