গঙ্গারামপুর, ২৩ নভেম্বরঃ ২৩ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা এবারে অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গারামপুরে। শুক্রবার গঙ্গারামপুর দেবীকোট ভবনে একথা জানালেন জেলাশাসক দীপাপ প্রিয়া পি। জেলা বইমেলার এদিনের প্রস্তাব সভায় উপস্থিত ছিলেন সাংসদ অর্পিতা ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, গঙ্গারামপুরের মহকুমা শাসক দেবাঞ্জন রায়, কালীপদ সরকার, সুনন্দা বিশ্বাস, অধ্যাপক হিমাংশু সরকার, বিপ্লব খাঁ, প্রলয় মিত্র সহ বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা, লেখক লেখিকা ও সংস্কৃতি জগতের মানুষেরা। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র বলেন, ‘এবারের বইমেলায় অন্যান্য কাজকর্মের পাশাপাশি সেমিনারে জেলার ইতিহাস প্রসিদ্ধ স্থান বানগড় সম্বন্ধে আলোকপাত করা হবে।’ এদিনের বৈঠকে ১০টি উপসমিতি নিয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ বইমেলা কমিটির সদস্যদের নাম পেশ করা হয়। আগামী ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AhAq1K
November 23, 2018 at 09:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন