অমরাবতী, ২৩ নভেম্বরঃ দেশজুড়ে একের পর এক উচ্চতম মূর্তি গড়ার লড়াইতে পিছিয়ে থাকলেন না অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তবে এবার কোনও মূর্তি নয়, অমরাবতী শহরে দেশের সব থেকে উঁচু বিধানসভা ভবন গড়বেন বলে ঘোষণা করলেন চন্দ্রবাবু। ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র থেকেও উঁচু হতে চলেছে সেই ভবন।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে তৈরি হবে এই ভবন, যা হবে সে রাজ্যের বিধানসভা ভবন। ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র থেকে ৬৮ মিটার উঁচু হবে এই ভবন। অর্থাৎ, বিধানসভা ভবনটির উচ্চতা হতে চলেছে ২৫০ মিটার। একথা জানিয়েছেন ওই রাজ্যের পুরমন্ত্রী পি নারায়ণ। তিনি আরও জানান, ভবনের নকশা তৈরির কাজ ইতিমধ্যেই অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী। ব্রিটেনের আর্কিটেক্ট সংস্থা নরমা ফসটার্স অন্ধ্রপ্রদেশের এই নতুন বিধানসভা ভবনটির নকশা তৈরি করছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বের উচ্চতম মূর্তি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই শুরু হয়েছে দেশজুড়ে। মহারাষ্ট্র চাইছে, ‘স্ট্যাচু অফ ইউনিটি’-কে ছাপিয়ে যাক শিবাজির মূর্তি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে রামের মূর্তি তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিশ্বের উচ্চতম শিবমূর্তিও তৈরি করার কথাও শোনা যাচ্ছে। এবার উচ্চতম বিধানসভা ভবন তৈরির কথা জানিয়ে সমস্ত বিতর্ককে ছাপিয়ে গেলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2r1uxl1
November 23, 2018 at 09:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন