চোপড়ায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে মৃত্যু হল একজনের

রায়গঞ্জ, ৪ নভেম্বরঃ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। চোপড়া থানার লক্ষ্মীপুর এলাকার ঘটনা। মৃতের নাম মহম্মদ সামিরুদ্দিন। বাড়ি লক্ষ্মীপুর এলাকায়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

আজ সকালে এক সামিরুদ্দিন লক্ষ্মীপুর থেকে রামগঞ্জে বাজারে যাচ্ছিলেন। অভিযোগ, তিনি লক্ষ্মীপুরের কাটগায় পৌঁছালে তাঁকে মারধর করে কয়েকজন তৃণমূল কর্মী। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। খবর পেয়ে এলাকায় যায় কয়েকজন কংগ্রেস কর্মী ও সমর্থক। এরপরই সংঘর্ষ বাধে দু’পক্ষের মধ্যে। অভিযোগ, কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল কর্মীরা। গুলিবিদ্ধ হন মহম্মদ সামিরুদ্দিন। তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ।

সংঘর্ষে আহত হয়েছেন এক কংগ্রেস কর্মী। তাঁর নাম মহম্মদ তবুল। প্রথমে তাঁকে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2quFyuV

November 04, 2018 at 02:49PM
04 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top