পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার বিএসএফ জওয়ান

অমৃতসর, ৪ নভেম্বরঃ‌ পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে এক বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ নম্বর ব্যাটেলিয়নের ডেপুটি কমান্ডার র‍্যাংকের অফিসার ফিরোজপুরে অভিযোগ দায়ের করেছেন।

ওই অফিসারের জানান, শেখ রিয়াজউদ্দিন নামে এক বিএসএফ জওয়ান পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে তথ্য পাচার করছিল।

অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ১৯৮০ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামদত থানার স্টেশন হাউস অফিসার ইন্সপেক্টর রঞ্জিত সিং জানিয়েছেন, অভিযুক্ত বিএসএফ জওয়ান দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক গোপন তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে পাচার করেছে। বিএসএফ ইউনিট অফিসারদের ফোন নম্বর, নিয়ন্ত্রণ রেখার ফেন্সিংয়ের ছবি এবং সীমান্তের রাস্তার ছবি পাকিস্তানে পাচার করেছে অভিযুক্ত জওয়ান।
শেখ রিয়াজের মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। মহারাষ্ট্রের লাতুর এলাকার বাসিন্দা অভিযুক্ত জওয়ান বিএসএফে অপারেটর হিসেবে কাজ করতেন। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তথ্য পাচার করছিল অভিযুক্ত জওয়ান। কী কী তথ্য শেখ রিয়াজউদ্দিন পাচার করেছেন সেটা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই উৎসবের দিনে সন্ত্রাসহানা হতে পারে বলে খবর রয়েছে পঞ্জাব পুলিশের কাছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qd9l6u

November 04, 2018 at 03:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top