বিমানে হাইজ্যাক আতঙ্ক!

নয়াদিল্লি, ১০ নভেম্বরঃ বিমান চালকের একটা ভুলে হাইজ্যাকের আতঙ্ক ছড়াল দিল্লি বিমানবন্দরে। শনিবার ঘটনাটি ঘটে কান্দাহারের বিমানে। জানা গিয়েছে, চালক ভুল করে ‘‌হাইজ্যাক বাটন’‌ টিপে দেওয়ায় বিমান নিজে থেকেই অবতরণ করে। আরও এতেই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের কাছে বিমান হাইজ্যাক হওয়ার খবর চলে যায়। যদিও ঘটনার দু’‌ঘণ্টা পর সব ধরনের তল্লাশি চালিয়ে আরিয়ানা আফগান বিমান সংস্থার কান্দাহারের বিমান আকাশে ওড়ে।

চালকের ভুল বোতাম টেপার কারণে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তারক্ষী সিআইএসএফ ছাড়াও খবর চলে যায় জঙ্গি-দমন শাখা এবং জাতীয় সুরক্ষা গার্ডের কাছেও। সঙ্গে সঙ্গে তারা বিমানবন্দরে পৌঁছে বিমানের মধ্যে তল্লাশি শুরু করে দেয়। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। নিরাপত্তারক্ষীদের তল্লাশি অভিযানের পরই তা সুরক্ষিত বলে ঘোষণা করা হয় এবং বিমানটি ওড়ার জন্য প্রস্তুত হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zbpi6X

November 10, 2018 at 08:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top