কলকাতা, ১০ নভেম্বর- জামাইবাবু এখানে আসুন। এভাবেই অমিতাভ বচ্চনকে পোর্ডিয়ামে ডাকলেন উপস্থাপক জুন মালিয়া। জুনের কথায় মঞ্চে উঠে বাংলা ভাষাতেই কথা বলা শুরু করেন বাংলার জামাই অমিতাভ। তবে মঞ্চে উঠে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিগ বির অনুরোধ, প্রত্যেকবার আমায় এখানে ডাকতে না করি, তবুও মুখ্যমন্ত্রী মমতা দিদি শোনেন না। প্রত্যেকবার একথা ইংরাজিতে বলি, এবার বাংলাতেই বলছি, আশাকরি এবার দিদি বুঝবেন। এরপরই মমতার উদ্দেশ্যে বিগ বি বলেন, মা আমায় রক্ষা করুন। যদিও বলিউডের কিংবদন্তি এই অভিনেতার এমন অনুরোধে স্পষ্ট না বলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা বচ্চনকে বুঝিয়ে দেন যে, তাকে প্রত্যেকবার এখানে আসতেই হবে। চলতি বছর বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি। শততম বর্ষপূর্তি উপলক্ষ্যে ২৪ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার এই উৎসবে বাংলা ফিল্ম ডিরেক্টরি প্রকাশ করেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের বক্তব্যে উঠে আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ। রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গানের কয়েক লাইন বলে বক্তব্য শুরু করেন অমিতাভ বচ্চন। বক্তৃতার সময় সিনেমার পেছনে থাকা কলা-কুশলীবদের স্মরণ করেন বিগ বি। তিনি বলেন, যারা সিনেমা নির্মাণের পেছনে থাকেন, অথচ একটা সিনেমার নির্মাণে তাদের ভূমিকা তারকাদের থেকে কম কিছু নয়। অমিতাভ বচ্চনের বক্তব্যে উঠে আসে সত্যজিৎ রায়, বিমল রায়, ঋষিকেষ মুখোপাধ্যায়ের মত খ্যাতনামা ব্যক্তিদের কথা; যারা শুধু বাংলা নয় ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে মহিরুহের মতো। অনুষ্ঠানে পুরনো চলচ্চিত্র সংরক্ষণের প্রসঙ্গও তুলে ধরেন অমিতাভ। পুরনো বাংলা ছবি সংরক্ষণের উদ্যোগ নেয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান অমিতাভ বচ্চন। আরএস/ ১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RMXufI
November 11, 2018 at 02:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top