বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ দুরজাকাপন গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলায় তিন জন গুরুতর আহত হয়েছে। হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা মৃত আলী হায়দার এর স্ত্রী শাহিদা বেগম (৬৫), ছেলে আবুল বাশার তুহিন (৪০) ও ছেলে স্ত্রী ছমিরুন বেগম (৩৫) সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হামলাকারীরা পরিবারটিকে উপর দা, লোহার রড ও বাশের লাঠি দিয়ে বেদম মারধর করে।
আহত মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিদা বেগম সাংবাদিক কে জানান, পূর্ববিরোদ্ধে জেরধরে এই গ্রামের চন্দ্রন, রশিদ, রুপায়, আশিক ও বশিরসহ ১০/১২ লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়।
হামলাকারীরা মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিদা বেগমকে লাঠি দিয়ে বেদম মারধর করে ও জামাকাপড় ছিড়ে ফেলে ও মুক্তিযোদ্ধার পঙ্গু সন্তান আবুল বাশার তুহিন মাথা ফাটিয়ে এবং ছেলেও স্ত্রীর কাপর ছিড়ে ফেলে। আবুল বাশার তুহিন অবস্থা বেশী গুরুতর।
এই ঘটনায় মুক্তিযোদ্ধার স্ত্রী শাহিদা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানিয়েছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2RNF1zV
November 09, 2018 at 07:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.