বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে শ্রমিক সুলতান মিয়া হত্যাকান্ডের ঘটায় দায়েরকৃত মামলায় নিহতের প্রথম স্ত্রী রুজিনা বেগম (২৬) সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৮নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ইটভাটার শ্রমিক সুহেল আহমদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর সকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণ পাড়া গ্রামের ইসরাব আলীর বাড়ির সামনে (পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে) বিশ্বনাথ-রামপাশা সড়কে ইটভাটার শ্রমিক সুলতান মিয়ার মস্তকবিহীন দেহ এবং সড়কের পাশের বাশঝাড়ে তার ক্ষত-বিক্ষত মাথা পাওয়া যায়। পুলিশ দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সুলতান মিয়া সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার দুর্বাকান্দা গ্রামের আলকাছ মিয়ার পুত্র ও বিশ্বনাথের আজিজনগরস্থ এ.আর ব্রিকস্ ফিল্ডের ইট তৈরীর কারিগর।এঘটনায় নিহত সুলতাল মিয়ার ভাই লোমকান মিয়া বাদী হয়ে গত ৩ নভেম্বর রাতে অজ্ঞাতনামা আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গত বুধবার এ.আর ব্রিকস্ ফিল্ডের শ্রমিক সুহেল আহমদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার নিহত সুলতার মিয়ার স্ত্রী রুজিনা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এস.আই মিজানুর রহমান। তিনি জানান- হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2zG4AeM
November 09, 2018 at 06:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন