বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ব্যানার ফেস্টুন নামিয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ সারথি দাস পাপ্পু। গতকাল শনিবার রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছের সঙ্গে সাটানো বিলবোর্ডগুলো নামানো শুরু করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে প্রায় ৮ জন ব্যক্তির প্রচার-প্রচারণার অংশ হিসেবে তাঁরা উপজেলার আঞ্চলিক মহাসড়কসহ প্রতিটি রাস্তার দুই পাশের গাছগুলোতে পেরেক ঠুকিয়ে প্রচারণা বোর্ড ঝুলিয়ে গাছের সর্বনাশ করছিলেন। এতে একদিকে সরকারি বনজসম্পদ ক্ষতিগ্রস্থ হচ্ছিল, অন্যদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে। এ নিয়ে শেষ পর্যন্ত ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার মহাসড়কসহ প্রতিটি রাস্তার দুই পাশের গাছ, গ্রামাঞ্চলের হাটবাজারের মধ্যবর্তী গাছে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত ঢেকে ফেলা হয়েছে প্রচার বোর্ডে। বিগত দিনগুলোতে অল্প শুভেচ্ছাবার্তার বিলবোর্ড দেখা যেত। এবার তা বেড়েছে। অন্য দলের দু-একজনের প্রচার বোর্ড খুবই সীমিত দেখা গেলেও আওয়ামী লীগের দুইজন মনোনয়নপ্রত্যাশী সক্রিয় ছিল। তাঁদের রঙবেরঙের প্রচার বোর্ড লাগাতে মূল্যবান গাছগুলো ব্যবহার হয়ে আসছিল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বনাথে অগ্রিম সাঁটানো প্রচার উপকরণ অপসারণের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচার উপকরণ সরিয়ে ফেলার নির্দেশ দিলে সিলেট-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচার উপকরণগুলো গতকাল শনিবার রাত থেকে অপসারণ শুরু হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Qz6BRb
November 11, 2018 at 11:39AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন